মানিকগঞ্জে মানুষের সেবাই ব্লাড ডোনেট Group ABDM


সামির খাঁন : জরুরি খবর

Association Of Blood Donors,Manikganj [ABDM]
গ্রুপ টি ২০১৮ সালের ২৮ শে মার্চ মোহাম্মদ আসিফ এবং সাফায়েত আহাদ প্রতিষ্ঠা করেন। এরপর আরো কিছু সদস্য যুক্ত হয়, আসতে আসতে সদস্য সংখ্যা বাড়তে বাড়তে এখন প্রায় ১২০০০+ সদস্য আছে।এর মধ্যে নিয়মিত রক্ত দান করে প্রায় ১০০০+ জন রক্তদাতা। গত দুই বছরে প্রায় কয়েক হাজার ব্যাগ রক্ত ডোনারদের মাধ্যমে ম্যানেজ করে দিতে সক্ষম হয়েছে তারা । গ্রুপটা সুন্দর ভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠাকালিন কিছু সদস্য নিয়ে একটি কমিটি করা হয়েছে, সভাপতি ঃ হাসিবুল ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক ঃ মাহমুদুল হক শুভ, সাংগঠনিক সম্পাদক ঃ মৌরিন গুপ্ত সহ কমিটি বাকি পদ প্রাপ্ত সদস্যগণ- সাজিদ হাসান প্লাবন,শফিকুল ইসলাম সুমন,নীপু রাজ সেন,আসিফ আল রিজয়,ইমরান হোসেন, মোহাম্মদ আসিফ, কাউসার ইকবাল,সাফায়েত আহাদ,গাজী সেজুতি, সাদিয়া ঝিলিক সহ আরো অন্যান্য কার্যকরী সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রুপটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কমিটির সদস্যরা নিজেরা মাসিক চাদা দিয়ে গ্রুপ পরিচালা করে। রোগীদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে রক্ত পৌছে দেয় , অসহায় রোগী হলে সাধ্যমত তাকে সাহায্য করার চেষ্টাও করে।
এদের জন্য মানিকগঞ্জের মানুষের রইল অশেষ ভালোবাসা আর জরুরি খবরের পক্ষথেকে অনেক ভালবাসা। রক্ত দিতে নিতে সাথে থাকুন Association Of Blood Donors,Manikganj [ABDM] গুরুপের।

Post a Comment

Previous Post Next Post