জরুরি খবর
আমার পরিবারে বাবা নেই আমার মা আমাকে কষ্ট করে মানুষ করে আমার পরীক্ষা ফিস দেওয়ার টাকা নেই
আমার বাবা আমার মা অসুস্থ এই রকম নানা কথা বলে facebook এ কিছু মেয়ে আর কিছু মেয়ে নামের আইডি গুলো হাতিয়ে নিচ্ছে সরল প্রবাসী দের কাছে থেকে হাজার হাজার টাকা।
এমান কি কিছু পতিতারা এখন নতুন পথ facebook কে বেছে নিয়েছে যারা নিজের সুন্দর শরির দেখিয়ে প্রমের নাম করে হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের কাছে থেকে হাজার হাজার টাকা।
তেমনি একটি আইডি এই আইডিটা #শিসির ভেজা গাস হিমেল মানুষ কে কষ্টের কথা বলে টাকা চায় এমন করে বলবে যা আপনির তার কথা বিশ্বাস করতে আপনি বাধ্য হবেন।
এ ব্যাপারে সাইবারক্রাইমের অফিসারের সাথে কথা হলে তিনি বলেন তাদের বেবস্তা নিয়ে হবে আপনাদের কাছে এমন কোন আইডি থেকে যদি মেসেজ আসে তাহলে তাড়াতাড়ি আপনাদের নিকটস্থ থানায় জানাবেন আর প্রবাসীরা নামবারে যোগাযগ করবেন।
Tags
প্রবাসী খবর