জরুরি খবর
নভেল করোনাভাইরাসের কারণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে সংকোচনের মধ্যে পড়েছে লেবাননের অর্থনীতি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশটি কুয়েত, কাতার ও ইরাকের সহায়তা চেয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এ তথ্য জানিয়েছেন। খবর ব্লুমবার্গ।
মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে দিয়াব জানান, আর্থিক সংকট থেকে উত্তরণে সহায়তার জন্য তিনটি দেশের সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে। এখন পর্যন্ত আলোচনার অগ্রগতি ইতিবাচক ও বেশ আশাব্যঞ্জক বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়েত সরকারের সঙ্গে দেনদরবারের আলোচনার জন্য লেবাননের হেড অব জেনারেল সিকিউরিটি আব্বাস ইব্রাহীমকে পাঠানো হয়েছে। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের জন্য আব্বাসের আলাদা পরিচিতি রয়েছে। তবে এখন পর্যন্ত তার এ সফরের অগ্রগতির বিষয়ে সরকারের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে দেশের এ ক্রান্তিকালেও স্থানীয় কিছু রাজনীতিবিদ সরকারের এ উদ্যোগ ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি বলেন, ‘এটা কী করে সম্ভব যে রাজনৈতিক দলের নেতাদের মূল চিন্তাই হলো সহায়তা প্রাপ্তির পথগুলো আটকানো? এটি খুবই লজ্জাজনক বিষয়। এমনকি এটি বিশ্বাসঘাতকতারও সামিল। আমরা আমাদের আরব মিত্র দেশগুলোর কাছ থেকে লেবাননের রাজনৈতিক নেতাদের এ ধরনের অপতত্পরতার কথা শুনেছি। এটি খুবই লজ্জার বিষয়।’
Tags
প্রবাসী খবর