লেবাননে বেড়ে গেছে চুরি-ছিনতাই

জরুরি খবর : সামির খাঁন

করোনা মহামারি তে কাজ নেই লেবাননের বেশির ভাগ মানুষের এর মাজে সব কিছুর দাম বেশি ডলার না থাকায় তাই খুব কষ্টে দিন কাটছে লেবাননের মানুষদের কত জনে কাজ না পেয়ে নেমেছে চুরি ছিনতাই করতে ।

লেবননে থাকা বাংলাদেশি প্রবাসী দের বাসায় চুরি হওয়ার কথা অনেক জায়গায় শোনা গেছে এবং কি রাস্তা থেকে থাপর মেরে পিস্তল দেখিয়ে টাকা মানিব্রেক নেয়ের কথা ও শোনা যাচ্ছে তাই লেবননে থাকা প্রবাসী দের সাবধানে থাকার আহবান করছি।


আপনার পরিচিত লেবানিজ দের থেকে ও নিজেকে সাপধানে রাখবেন এরা কেউ আমাদের আপন জন নয় এখন লেবাননের অবস্তা কিন্তু অনেক খারাপ আপনার পরিচিত লেবানিজ ও আপনার সাথে বেইমানি করতে পারে অবাবে সবাব নষ্ট আর ট্যাক্সি ড্রাইভার দের থেকে সাবধানে থাকবেন অনেক জাইগায় ট্যাক্সি ড্রাইভারেরাই বেসি এই কাজে জড়িত থাকে।

আপনি ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ কারণ আপনি বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা |

Previous Post Next Post