জরুরি খবর : সামির খাঁন
অনেকে দেখা যাচ্ছে অনেক গ্রুপের লেবানন দূতাবাসকে নিয়ে নানা ধরনের কথা বলছে তাদের উদ্দেশ্যে আস্থা রাখুন দূতাবাসের উপরে।
একজন মানুষ যখন মালিকানা দিন থাকে পরে মালিকের কাছে থেকে পালিয়ে যাওয়ার পরে মালিকে তার নামে কেস করে আর সেই কাজগুলো ভেঙে একজন লোককে দেশে পাঠানোর এত সহজ নয় প্রত্যেকটা মালিকের সাথে কথা বলতে হয় মালিককে দিয়ে কেসটা ভাঙ্গাতে হয় এত সব কিছু করতে করতে দেরি হয়ে যায় লোক পাঠাতে।
তারপরও আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কষ্টের কথা মাথায় রেখে আগস্ট মাস থেকেই দূতাবাস লোক পাঠানো শুরু করবে বাংলাদেশে জানিয়েছেন তারপরও আপনারা দূতাবাসের নামে নানা ধরনের কথা বলে যাচ্ছেন তাই দূতাবাস কে নিয়ে আপনার পাশে থাকা কাজ ছাড়া মানুষটিকে সাহায্য করুন।
আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনি যে মালিকের কাছ থেকে পালিয়ে এসেছেন সে মালিকের কাছে যদি আপনি যান তাহলে কি হবে সেখানে দূতাবাস যে বুঝাতে কতটা সময় লাগে আপনারা জানেন কি দেশে যেমন এক জাতের মানুষ আছে ঘাওড়া টাইপের আপনারা কি মনে করেন এই দেশে নাই এই দেশেও কিছু মানুষ আছে যাদের বললেও কাজ হয় না তারা কেস ভাঙতে চায় না অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে গুলি করতে হয় |
তাই দূতাবাসকে নিয়ে সমালোচনা না করে নিজের কাছে থাকা মানুষের উপকার করুন এবং নিজে ভালো থাকুন ইনশাআল্লাহ আপনাদের আগস্ট এ দেশে পাঠানো হবে |
Tags
প্রবাসী খবর