শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহতজরুরি খবর

চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিনখাইনে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সাইফুল ইসলাম সুমন (৩৫) নামের এক প্রবাসী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটলেও গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রবাসীর মৃত্যু হলে ঘটনার জানাজানি হয়।

নিহতের ভাই ফারুক জাগো নিউজকে জানান, ‘তার ভাই প্রায় ছয় মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। পারিবারিক সমস্যার জেরে তার ভাইয়ের স্ত্রী গত দেড় মাস ধরে তার বাবার বাড়িতে থাকছিলেন। গতকাল তার ছোট ভাই সুমন শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে তার শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে ছুরিকাঘাত করে খুন করেছেন।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘গত বৃহস্পতিবার সুমন তার শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হলে বিষয়টি আমরা জানতে পারি। নিহতের পরিবারের পক্ষ থেকে সুমনকে হত্যার অভিযোগ করা হয়েছে। কিন্তু তার শ্বশুরবাড়ির পক্ষের লোকজনের দাবি স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছেন সুমন।’

ওসি বোরহান উদ্দিন আরও বলেন, ‘পটিয়ার বীনাজুরি এলাকার প্রবাসী সুমন হরিনখাইনে বিয়ে করেন চার বছর আগে। বিয়ের পর সুমন প্রবাসে চলে গেলে সুমনের পরিবারের সঙ্গে তার স্ত্রীর বনিবনা না হওয়ায় নিজের বাবার বাড়িতে থাকতে শুরু করেন। ছয় মাস আগে সুমন দেশে ফিরলেও তার স্ত্রী বাবার বাড়িতেই থেকে আসছিলেন, সুমনও মাঝে মাঝে শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করছিলেন। বৃহস্পতিবার আবারও শ্বশুরবাড়ি গেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুমন। পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Previous Post Next Post