লেবাননে ছেলের বয়সী ছেলেকে নিয়ে টিকটক এ রং-ঢঙে কিছু বেলাজা মহিলারা



জরুরি খবর : সামির খাঁন

লেবননের বেলাজা টিকটকার দের ৩ পর্বের ২য় পর্ব

লেবাননে টিকটক সেলিব্রেটি হওয়ার জন্য কিছু মহিলারা ছেলের বয়সী ছেলেদের নিয়ে রঙে মেতেছে কিছু বিয়ে করা আর কিছু বিয়ে ছারাই এক সাথে থেকে টিকটক বানাচ্ছে। 

তাদেরকে অনেকে ফলো করে রেখেছে তার ভিতরে কিছু বকা দেওয়ার জন্য আর কিছু রং ঢং দেখার জন্য ফলো করে রেখেছে তাই তারা নিজেকে সেলিব্রিটি ভাবা শুরু করে দিয়েছে।

লেবাননে যারা টিকটক ইউজ করেন হয়তোবা তারা দেব নামের একটি টিকটকের কে চিনেন যে কিনা তার মায়ের চাইতে বড় একটি মহিলার সাথে রং ঢং করে ভিডিও বানায় তাদের কমেন্ট লিস্টে তো বকার কোনো অভাব নেই অন্য দেশের প্রবাসীরাও লেবাননের প্রবাসীদের নিয়ে এদের কারণে বকাঝকা করে থাকে।


এমনিতেই লেবানন প্রবাসীদের বদনাম কিছু বাজে মহিলা এবং বাজে ছেলেদের কারণে আর এর মধ্যে এই টিকটক এইরকম ভিডিওতে আরো মান ইজ্জত খাচ্ছে লেবানন প্রবাসীদের।

তাই এরকম টিকটক আর দের যেখানে দেখবেন ঝাড়ু পিটা করে টিকটক বানানো থেকে বিরত রাখবেন। 

এদের তো ফ্যামিলি বলতে  কেউ নেই এদের কারণে ভালোভালো প্রবাসীদের মান ইজ্জত নষ্ট হচ্ছে। 

Post a Comment

Previous Post Next Post