লেবাননে ২২ বাংলাদেশী আটক


জরুরি খবর : সামির খাঁন

লেবাননের বিভাগীয় শহর ত্রিপোলিতে  গত সপ্তাহে এক নারীসহ ২২ বাংলাদেশীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দূতাবাস সুত্রে জানা যায় গ্রেফতারকৃত  ৩-৪ জনের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ ছিল। তাদেরকে গ্রেফতারে গিয়ে এরমধ্যে উপস্থিত  ২২ জনকে আটক করে নিয়ে যায় সেখানকার স্থানীয় পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী লেবানন জানান, ত্রিপোলিতে প্রায় দশ হাজারের অধিক বাংলাদেশির বসবাস। বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশি পণ্য বিক্রির জন্য কয়েকটি দোকান খোলা হয়েছিল।দেশিয় খাবার বা  পণ্য ক্রয়ের জন্য দোকানে আনাগোনা ছিল বাংলাদেশিদের।

তার ভাষ্যমতে হয়ত কারো প্রতিহিংসার কারণে এমনটা ঘটেছে। উপস্থিত ২২ জনের মধ্যে এক নারী কর্মীসহ বৈধ অবৈধ সবাইকে গ্রেফতার দেখায় পুলিশ। আটকের পর দূতাবাস সেখানকার থানা পুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানায় আটককৃতরা দোকানে আসর বসিয়ে জুয়া খেলা করতো । এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক  করা হয়। দুইটি দোকান বন্ধ করে দেয়া হয়। এ বিষয়ে দূতাবাসের ফেসবুকে প্রবাসীরা বিভিন্ন মন্তব্য করেছেন।
Previous Post Next Post