জরুরি খবর :সামির খাঁন
দুই সপ্তাহ ধরে লেবাননে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যে মার্কেট এবং মাক্স ছাড়া কোন দোকানে প্রবেশ নিষেধ করে দেয়া হয়েছে এবং কি বাইরে আর্গীলা খাওয়া বন্ধ করে দেয়া হয়েছে।
অনেকের দারোনা যেরকম ভাবে করোনা সংক্রমনের হার বাড়ছে হয়তোবা কিছুদিনের মধ্যেই দোকানপাট এবং বিমানবন্দর আবারো বন্ধ করতে পারে যদি ও এই বেপার নিয়ে সরকারি কোন গোষনা দেন নি কিন্তু এমন দারনার কারনে যখন কম ছিল তখনি বন্ধ করে দেয়া হয় বিমানবন্দর আর এখন তো আক্রান্তের বাড়ছে।
২৪ এ জুলায় এর করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪৭ জন মোট আক্রান্তের ৩৪০৭ নতুন মৃত্যু ২ জনের মোট মৃত্যু ৪৬ জন।
Tags
প্রবাসী খবর