কাতারে কর্মহীন বাংলাদেশিদের কাজ দেবে দূতাবাস


জরুরি খবর : সামির খাঁন

কাতারে করোনার কারণে বিভিন্ন কোম্পানি থেকে চাকরি হারানো প্রবাসীদের জন্য চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। অনলাইনের মাধ্যমে কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের ডাটাবেজ সংগ্রহ করে কাজ হারানো প্রবাসীদের আবার কাজ ফিরিয়ে দেওয়ার কথা জানালেন দূতাবাসের শ্রম কাউন্সিলর।
কাতারে করোনার কারণে চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের তথ্য সংগ্রহ করে কাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এরই মধ্যে দোহা দূতাবাসের ফেসবুক পেইজে কর্মহীন প্রবাসীদের নাম নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতারা।
কাতারে বাংলাদেশি কমিউনিটি নেতা সফিকুল ইসলাম তালুকদার বাবু বলেন, করোনার কারণে কাতারে যারা কর্মহীন হয়ে গেছেন দূতাবাস তাদের চাকরি দেয়ার চেষ্টা করছেন।
চাকরি হারানো প্রবাসীদের দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে তথ্য রেজিস্ট্রেশন করে নেওয়ার আহবান জানিয়ে দূতাবাসের শ্রম কাউন্সিলর বলেন, নিবন্ধনকারী প্রবাসীদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করবে দূতাবাস।
কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, কাতারে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। দূতাবাসের কাজ হলো তারা যাতে কাজ পান সেই ব্যবস্থা করে দেয়া।
চাকরির ব্যবস্থা হলে কর্মহীন প্রবাসীদের কাতারের প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোম্পানি পরিবর্তনের অনাপত্তি পত্র নিয়ে কাজে যোগদান করতে হবে।
Previous Post Next Post