বাংলাদেশিদের দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে লেবানন সরকার



জরুরি খবর :সামির খাঁন

লেবাননে বসবাসরত প্রবাসী যাদের ইকামার মেয়াদ ১৭ অক্টোবর ২০১৯ হতে ০১ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে শেষ হয়েছে বা শেষ হবে তারা বর্ণিত সময়ের মধ্যে কোন জরিমানা ছাড়াই লেবানন ত্যাগ করতে পারবেন অর্থাৎ দেশে যেতে পারবেন।
বি.দ্র.তবে কফিলের থেকে চলে আসলে, কফিল যদি আপনার বিরুদ্ধে পুলিশ স্টেশনে মামলা করে তাহলে এ সুযোগ পাওয়া যাবে না।কারণ আপনার বিরুদ্ধে মামলা আছে এবং সেই মামলা সমাধান ছাড়া যাওয়া যাবেনা। যে সকল লেবানন প্রবাসী বর্তমানে বাংলাদেশে আছেন এবং তাঁদের ইকামার মেয়াদ ১১ মার্চ হতে ০১ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে শেষ হবে, তারা বাংলাদেশ হতে লেবাননে আসতে চাইলে তাদের কফিলকে জেনারেল সিকিউরিটিতে আবেদন করতে হবে।

সূত্র : লেবানন বাংলাদেশ দূতাবাস

Post a Comment

Previous Post Next Post