জরুরি খবর
কিছুদিন আগে লেবাননে বাংলাদেশী গ্রুপগুলোতে জীবন এবং ছবুর নামে দুইটি ছেলেকে দূতাবাসের দালাল নামে সবাই পোস্ট করে কারণ তারা প্রবাসীদের কথা মাথায় না নিয়ে দূতাবাসের কথাগুলো মাথায় নিয়ে ভালো ভালো বলে গ্রুপগুলোতে পোস্ট করতো।
আজ ১৬০০, ১৭০০, সিরিয়ালের মানুষগুলোকে না পাঠিয়ে দূতাবাস ২৫০৩,এবং ২২০০ সিরিয়ালের দালাল দের পাঠালো এতে ক্ষিপ্ত লেবাননের বাংলাদেশি প্রবাসীরা।
দূতাবাস পাসপোর্ট এর সিরিয়াল নাম্বার দিচ্ছে টিকিটের কথা বলছে কিন্তু কত থেকে কত পর্যন্ত টিকিট কাটা হয়েছে বা কত থেকে কত পর্যন্ত পাঠাচ্ছে এগুলো প্রবাসীদের জানাচ্ছে না এতে লেবাননের সাধারন প্রবাসীদেন মনে বেঁধেছে সন্দেহ এর মাঝে আবার জীবন ও ছবুর কে সিরিয়াল ছাড়া পাঠানো দেখে ক্ষিপ্ত লেবাননের সাধারণ প্রবাসীরা।
জীবন এবং ছবুর কথা জানতে চাও হয় দূতাবাস কোন উত্তর দেয়নি।
Tags
প্রবাসী খবর