লেবানন রুটে বিমানের বিশেষ ফ্লাইট প্রতি সাপ্তাহে ২ দিন হবে


জরুরি খবর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে লেবাননের রাজধানী বৈরুত রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

প্রাথমিকভাবে সরকারী অনুমোদন সাপেক্ষে সপ্তাহে ২ দিন ঢাকা-বৈরুত রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে বিমান।

বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ থেকে লেবাননে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি ও লেবাননের নাগরিকদের রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আগ্রহী যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধন করতে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSckqe5N5Vhf6qqX9fgu5txVhq--Shqg4-n43AYMEkRT91gDGw/viewform এখানে ক্লিক করুন। 
প্রবাসীদের কারো নিবন্ধন করতে অসুবিধা হলে নিকটস্থ পরিচিত ট্রাভেল এজেন্টের সহযোগিতা নিতে পারেন।

Post a Comment

Previous Post Next Post