জরুরি খবর
লেবাননের বাংলাদেশি প্রবাসীরা দেশে ফিরছে ৫০ ডলার টাকা বেশি দিয়ে তু্ুবুও খুশি কারন তারা চাই দেশে ফিরতে কারন এই দেশের ডলার সংকট কবে ঠিক হয় কেও জানেনা হয়তো ৫ বছর আবার হয়তো ১ বছর ৬ মাস ও লাগতে পারে এমন ঘরে বসে দেশে থেকে টাকা এনে থাকার চাইতে দেশে চলে যাওয়া ও ভাল মনে করছে সবাই তাই যাচ্ছেও চলে সব দেশের প্রবাসীরা।
কিন্তু লেবানন আমাদের বাংলাদেশি দের সাথে পার্শিয়ালিটি করেছে বাংলাদেশি প্রবাসীদের কাছে থেকে জরিমানার টাকা নিয়েছে কিন্তু কিন্তু শ্রীলংকার প্রবাসীদের কাজ থেকে কোন জরিমানার টাকা না নিয়ে তাদের দেশে পাঠাচ্ছে এর আগে ফিলিপাইনের প্রবাসীদের এমন কথা শোনা গেছে জরিমানার টাকা ছাড়া তাদের দেশে পাঠাচ্ছে এতে কার দোষ কেউ জানেনা কিন্তু বাংলাদেশ দূতাবাসের পোষ্টে কমেন্টে প্রশ্ন করা হলে বলে এইটা লেবানন সরকার নিয়েছে তবে কি পার্শিয়ালিটি করেছে লেবানন বাংলাদেশি দের সাথে।
আর যদি বলি বিশেষ বিমানের কথা এটা লেবানন প্রবাসীদের প্রাপ্য ছিল যদি আরো আগে আনা হতো হয়তো বা বাংলাদেশ থেকে প্রবাসীদের টাকা এনে খেতে হতো না এতে বাংলাদেশ প্রবাসীদের নাচ আর কোনো বিষয় নয় কারণ অন্য সব দেশ থেকেই বিশেষ বিমানে প্রবাসীদের আনা হয়েছে।
বাংলাদেশ প্রবাসীদের অনুরোধ দ্বিতীয়বার সাফারায় নাম নেওয়ার সময় যেন এ ব্যাপারটা যেন মাথায় রাখে শ্রীলংকার প্রবাসীদের কাছে ছাফারা জরিপানা টাকা নেয় না বাংলাদেশের প্রবাসীদের কাছ থেকে কেন নাই।
Tags
প্রবাসী খবর