জরুরি খবর : সামির খাঁন
আজ থেকে কাতারে ফেরার সুযোগ পাবেন বিদেশিরা। তবে নির্ধারিত ৪০ দেশের বাইরে থেকে ফেরার পরপরই থাকতে হবে কোয়ারেন্টিনে।
কাতারে ফেরার জন্য রিটার্ন পারমিট পাওয়ার পরই কেবল এই বুকিং করা যাবে, এর আগে নয়।
বিদেশি কর্মী ও শ্রমিকদের কোয়ারেন্টিনে থাকার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ডিসকভার কাতার ওয়েবসাইট।
এতে ৭ থেকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিন প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
খরচ কমাতে এই ওয়েবসাইট থেকে কর্মীদের জন্য সিঙ্গেল রুম বা শেয়ার রুম বুকিং করা যাবে।
প্রতি একদিনের জন্য তিনবেলা খাবারসহ সিঙ্গেল রুম বুকিং ফি সর্বনি¤œ ১০৫ রিয়াল। সেই সাথে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে আসা হবে কর্মীকে।
তবে কাতারে ফেরার ৪৮ ঘন্টা আগে এই বুকিং করতে হবে। আর একসঙ্গে সর্বোচ্চ ৩ জন কর্মী এক রুমে থাকতে পারবেন এক বুকিংয়ে।
কোনো কোম্পানি যদি ১০ জনের বেশি কর্মীর একসঙ্গে বুকিং করতে চায়, তবে সেজন্য ৫৫৫০ ২২৪৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
যেসব প্রবাসী কর্মী একসঙ্গে কোয়ারেন্টিনে থাকতে চান, তাদেরকে একই ফ্লাইটে একসঙ্গে ফিরতে হবে কাতারে।
আর বুকিং করার সময় সিঙ্গেল রুম হলে ৭০০ রিয়াল এবং শেয়ার রুম হলে ১৪০০ রিয়াল ইন্স্যুরেন্স দিতে হবে। কোয়ারেন্টিন মেয়াদ শেষ হলে এই ইন্স্যুরেন্স ফেরত দেওয়া হবে।
Tags
প্রবাসী খবর