৯৯ % মুসলিমের দেশে একাত্তরটিভি নিয়মিতই ইসলামের বিপক্ষে টিভি শো করছে


জরুরি খবর : সামির খাঁন


৭১ টিভি মাঝে মাঝে ইসলামকে ছোট করে ইসলামের বিরুদ্ধে কথা বাতরি বলে
এমন একটি ৭১ টিভির প্রোগ্রাম ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরছে যেখানে শোনা যাচ্ছে তাদের আমন্ত্রিত এক ব্যক্তি ইসলাম রাষ্ট্রীয় ধর্ম এই নিয়ে ইসলামিক বিষয় নিয়ে কটূক্তি করে আবিজাবি কথা বলছে এই নিয়ে ক্ষেপে উঠেছে ইসলামিক জনতা আর ক্ষ্যাপা টাই স্বাভাবিক যে দেশে 90 পার্সেন্ট মুসলিম সেই দেশে কি করে ইসলামের বিপক্ষে ইসলাম বিরোধী কথাবার্তা বলে |

যেখানে পিস টিভি ইসলামিক বিষয়ে কথা বলাতে প্রেস টিভিকে বন্ধ করে দিয়েছে সরকার পিসটিভি নাকি সন্ত্রাসী তৈরি করে যে দেশে ইসলামিক টিভি বন্ধ করে দেয় সরকার সে দেশে একটা বে ধর্মী টিভি ইসলাম বিপক্ষে কথাবার্তা বললে সরকারের নজরে কি করে পড়বে। 

বাংলাদেশের 90 পারসেন্ট মানুষ একটাই দাবি সরকার যেভাবে হোক এই একাত্তর টিভিকে বন্ধ করা হোক কারণ প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে ইসলাম কে কটুক্তি করে কথাবার্তা বলছে

যদি ৭১ টিভি এবং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বলে যে লোকটি কটুক্তি করেছে তার বিচার না হয় তাহলে বাংলাদেশের 90 পার্সেন্ট মুসলমান মনে করবে সরকার,এইসব কথাবার্তাই কেলাই দেয়। 

Post a Comment

Previous Post Next Post