জরুরি খবর : সামির খাঁন
লেবানন থেকে :-লেবাননে ডিটেনশন সেন্টার থাকা ৬৪ জন প্রবাসী বাংলাদেশীকে আজ দেশে পাঠানো হল। বিশ্বে মহামারী করোনাভাইরাস সংক্রমণ কারণে দীর্ঘ কয়েক মাস বিমানবন্দর ও ফ্লাইট চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না লেবাননের প্রবাসীরা।
বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচীর আওতায় আজ ৬৪জন প্রবাসীদেরকে নিয়ে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৈরুত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী কাল সোমবার হযরত শাহ জালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
আজ (২ আগষ্ট) রোববার লেবানন সময় ১৩টা ১৫ মিনিটে বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড্ডয়ন করেছে।এবং
কোন প্রকার সমস্যা না হলে ফ্লাইটটি দোহাতে ১৬:১০ মিনিট অবতরণ করে আবার ১৮:০৫ মিনিটে উড্ডয়ন করবে এবং সোমবার ৩ আগষ্ট বাংলাদেশ সময় রাত ০২:১০(দুইটা দশ) মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
Tags
প্রবাসী খবর