জরুরি খবর
লেবাননে ওই নারী কর্মীর নাম জোৎস্না বেগম।বাস করতেন ছাবরা এলাকায়।গত রবিবার লেবননের ছাবরার নিজ রুমে উনাকে মৃত অবস্থায় পাওয়া যায়।আশেপাশের বাংলাদেশিরা জানিয়েছেন, উনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।পা ২টি বাধা অবস্থায় ও হাত ২টি ভাঙ্গা ছিল।ঘরের সব জিনিষপত্র অগোছালো ছিল।
মহিলাটি বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে।প্রতিবেশীরা ধারনা করছে, অনৈতিক কর্মকান্ডের জেরেই তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।কে বা কাহারা তাকে হত্যা করেছে, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।লাশ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
সূত্র : বাবু সাহা
Tags
প্রবাসী খবর