জরুরি :সামির খাঁন
সময় টিভির ওয়াল জুরে অপুর নিউজ বর্তমান সময়ের ছেলেপেলেরা যেখানে নিজের নাম ফোটানোর জন্য যেকোনো কাজ করতে ইচ্ছুক সেখানে যদি এই এরকম নিউজ বারেবারে করা হয় তাহলে ছেলেপেলেদের আগ্রহ কিসের প্রতী জুকবে এই নিউজ টা বারবার করাতে অপুকে যারা চিনতো না তারাও অপুকে জিনছে।
আপনার হয়তোবা অনেকেই জানেন ইয়াবা ট্যাবলেট টা অনেক আগে থেকেই ছিল কিন্তু এই ইয়াবা টেবিলটাতে নেশা কেউ জানতো না যখনই ইয়াবা ট্যাবলেট টাকে নিয়ে নিউজ করা হয় তখন নেশাখোরেরা এই ইয়াবা ট্যাবলেট টা কি দেখার জন্য নেশা শুরু করে আর এই ইয়াবা এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে বাংলাদেশের সেরা নেশা এইটা হয়ে গেছে।
এরকম বিষয় নিয়ে বারেবারে নিউজ করলে যা হয় এসব নিউজের কারণে জিনিসটা কি মনে করে দেখতে গিয়ে ফেঁসে গেছে অনেক ছেলেপেলে দেশে এখন অনেক খারাপ সময় চলছে করোনা ভাইরাস বন্যা পরিস্থিতি করোনা ভাইরাসের টেস্ট নিয়ে অনেক সমস্যা হচ্ছে অনেক হসপিটালে গিয়ে মানুষ ঘুরে আসছে ভালো চিকিৎসা পাচ্ছে অনেক প্রবাসীরা বিপদে আছে এইসব বিষয় নিয়ে নিউজ না করে মানুষের মাঝে একটা আজারা বিষয় নিয়ে নিউজ করে এটাকে প্রচার করছে।
এইসব নিউজ ওদের সাপোর্ট করা থেকে আপনারা দূরে থাকুন কারণ এরা খারাপ জিনিসকে ভালো বলে প্রচার করে।
Tags
বিনোদন