লেবাননের প্রবাসীরা নিজের টাকায় দেশে যাবে তারপরও যেতে পারছে না



জরুরি খবর

যেখানে ডলারের দাম দ্বিগুণ সেখানে ডলার দিয়ে নাম দিয়েছে সাফারাই দেশে যেতে পারছে না লেবাননে থাকা আকামা ছারা লেবানন প্রবাসীরা।

কি সমস্যা এটা তারা নিজেরাও বুঝতে পারছে না এতগুলো এয়ারলাইনস থাকতে বাংলাদেশ দূতাবাস টিকেট কেটে রেখেছে  কাতার এয়ারলাইন্সর।  যদি দূতাবাসের আরও টাকার প্রয়োজন হয় টিকিট কাটার জন্য তাহলে তারা বলুক তাড়াতাড়ি যেতে চায়লে তাদের ১০০বা ২০০ ডলার বেশি লাগবে টিকিট কাটার জন্য তাতেও যাওয়ার জন্য রাজি যারা সাফারাই নাম দিয়েছে।

দূতাবাস বারবার বলছে লেবানিজ বাংলাদেশীদের ভালোবাসে তাহলে কেন বাংলাদেশীদের দেশে পাঠানোর জন্য লেবানন সরকার এত অবহেলা করছে বাংলাদেশ সরকারি কেন এত অবহেলা করছে যেখানে ছুদানি,ইন্ডিয়ানরা,ফিলিপাইন দেশে  ফিরছে কিন্তু বাংলাদেশ প্রবাসীরা দেশে যেতে গেলে যে কোন একটা বাধা চলে আসছে।

এই সহজ কথাগুলো দূতাবাসকে বলার জন্য কেন বাংলাদেশীদের ফেক আইডি ব্যবহার করতে হচ্ছে এ প্রশ্ন কার কাছে করবে।

Post a Comment

Previous Post Next Post