জরুরি খবর
১০ মাস ডলার সংকট করোনা মহামারী কাজ নিয়ে প্রবাসীদের আবার এই বিস্ফোরণ হলো বিপদের চাইতে বড় বিপদে পড়ে গেছে লেবানন প্রবাসীরা |
সব দেশ থেকে বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের নেয়া হলো লেবানন থেকে নেয়া হয়না এই বিপদে পড়া প্রবাসীদের সরকারের নাকি সামর্থ্য নেই লেবানন প্রবাসীদের দেশে নেওয়ার এখনো পর্যন্ত সাফারায় নাম দিয়ে জরিমানার টাকা দিয়ে টিকেটের টাকা দিয়ে দেশে যেতে পারছেনা বিপদে থাকা প্রবাসীরা আর সেখানে লেবাননের বিস্ফোরণের কথা শুনে চিকিৎসা সামগ্রী এবং খাদ্য সহযোগিতা করার কথা শুনে ক্ষিপ্ত প্রবাসীরা।
বাবু সাহারা গ্রুপের নিচে কমেন্টের ঝড় মনে যা আচ্ছে বলছে মানুষ বলবে না কেন ডলার সংকট কাজ নেই খাওয়ার সমস্যা দেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে যেতে পারছে না।
সরকার কি চাচ্ছে বুঝছেনা লেবাননে থাকা প্রবাসীরা ডলার সংকট খাওয়ার সমস্যা যুদ্ধের পরিস্থিতি লেবাননে কিন্তু সরকার চাচ্ছে লেবানন প্রবাসীদের এই দেশে রাখতে।
Tags
প্রবাসী খবর