লেবাননে বাংলাদেশী প্রবাসীদের ছিনতাই এবং নির্যাতন করার ঘটনা ঘটেছে


জরুরি খবর

লেবাননে কাজ নেই কিছু প্রবাসী কাজে যোগ দিলেও তাদের সাথে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিজেদের পরিচিত লেবানিজ ঘটাচ্ছে এমন ঘটনা। গত চারদিন আগে লেবাননের আইন আল রোমানী এলাকায় বসবাসকারী প্রবাসী নারীকর্ম দীর্ঘদিনের পরিচিত একবাসার মালিকের ছেলে ও স্ত্রী এসে কাজের নামে বাসায় নিয়ে যায়।বাসায় নিয়ে যাওয়ার পর অমানুষিক শারীরিক অত্যাচারসহ তার হাতের আঙুলে সুঁই ডুকে দেয়া হয়।তাকে জিজ্ঞেস করা হয় কত টাকা তার নিকট জমা আছে এবং কোথায় সে টাকা রাখা হয়েছে। পিস্তল ঠেকিয়ে, কিল-ঘুষির আঘাত খেয়ে সে নারী সবকিছুই বলতে বাধ্য হয়। পরে সেই নারীকে তার বাসায় এনে তাদের বাসায় যাহা কিছু পেয়েছে অর্থাৎ টাকাপয়সাসহ স্বর্ণ অলংকার নিয়ে যায় পরিচিত লেবানিজ তারা।
এব্যাপারে কারোকে কিছু না জানাতে হুমকি দেয় তারা,বলে এই নিয়ে ভাড়া ভাড়ী করলে জানে মেরে ফেলা হবে।
সবকিছু নিয়ে যাওয়ার পর অপর পরিচিত এক লেবানিজকে বিষয়টি অবগত করা হয়।সেই লেবানিজ লোকটা একজন উকিল ছিল।সে বিষয়টি জানার পর সাথে সাথে পোরন সৌভাগ থানায় মামলা করেন।থানা পুলিশ মামলা পেয়ে সাথে তদন্তে কাজ শুরু করে।যারা সন্ত্রাসী আচরণে এমন করেছে ডাকা হয় থানায়। বিস্তারিত জিজ্ঞাসা করা হয় লেবানিজ আসামিকে। আসামির কথার কিছুটা পরিবর্তন থাকলেও পরে উকিলের চাপে পড়ে অবশেষে টাকাপয়সাসহ সবকিছু ফেরত দিতে বাধ্য হয়।
আসামিরা মুসলিম পরিবারের এবং শিয়া এলাকার লোক। থানা থেকে ফেরত আসার পর বাংলাদেশী বসবাসকারী সেই বাসার সবাই বর্তমানে খুব আতংকে দিনাতিপাত। 
আর এমন বিপদের মূল কারণ হিসাবে নানান জনের নানান মন্তব্য। অনেকে মনে করছেন আমাদের সুখ দুঃখের কাহিনী আমরা লেবানিজদের নিকট প্রকাশ করাই আমাদের দূর্বলতার সুযোগ গ্রহণ করে।মহিলাটি হয়ত নিজের ৯/১০ মাসের আয়-ব্যয়ের জমাকৃত টাকা ডলার করতে তাদের নিকট মনের ভাব প্রকাশ করেছিল। আর শেষ পর্যন্ত তাদের সন্ত্রাসী হামলায় স্বীকার হয়।  গেল শুক্রবারে লেবানন প্রবাসী দুইটি মেয়ের কাছ থেকে টেক্সি আলা রাস্তায় আটকে মোবাইল টাকা-পয়সা এবং তাদের গলায় থাকা চেন সবকিছু নিয়ে যায়। 

তাই সকল প্রবাসী ভাই বোনেরা প্রত্যেকটি কাজে নিজের বুদ্ধিমত্তায় কাজ করুন সেই পরিচিত বা অপরিচিত হউক,ধন্যবাদ।

সূএ : প্রতিদিন বৈরুত

Post a Comment

Previous Post Next Post