স্বার্থপর লেবানন


জরুরি খবর
লেবাননে থাকা প্রবাসীদের সাথে লেবানিজরা বেইমানি করেছে অনেক করোনা বিপদে অনেকের বেতন কমিয়ে দিয়েছে কত জনকে টাকা না দিয়ে কাজে থেকে বের করে দিয়েছে  ইথুপিয়ান মেয়েরা তারা যে দেশেরই হোক লেবাননে তো তারা প্রবাসী এই করনা মহামারীর মাঝে রাস্তার ভিতর মেয়েগুলোকে নামিয়ে দেয়াটা কতটা ভালো বোঝায় লেবানিজ দের, আমরা যখন বিপদে পড়ে লেবাননে করোনা মহামারি ডলার সংকটের কারণে কাজ পাচ্ছিলাম না বাসা ভাড়া দেওয়ার জন্য টাকা ছিলনা সে সময়ে লেবাননে সরকার বলেনি যে বাঙ্গালীদের কাছ থেকে বাসা ভাড়া নিবেন না কোন সহযোগিতা করেনি বাঙ্গালীদের বা অন্যান্য দেশের প্রবাসীদের।

আজ অন্য কোন দেশের প্রবাসীরা লেবাননকে নিয়ে এতটা মাথা ঘামাচ্ছে না যতটা বাংলাদেশী প্রবাসীরা ঘামাচ্ছে এবং কি লেবানিজরাও না।

তাই পরের দেশের চিন্তানা করে নিজেদের চিন্তা করেন নিজের দেশে বন্যার পানিতে ডুবছে লক্ষ মানুষ তাদের দিকে তো কোন দেশ তাকাচ্ছে না লেবানিজ এমন বাংলাদেশি দের ভুল খুজে সুদু। 

Post a Comment

Previous Post Next Post