লেবাননে এক বাংলাদেশী মেয়ে আরেক বাংলাদেশের ঘরে তালা ভেঙ্গে চুরি করে পালিয়েছে

জরুরি খবর

লেবাননে রোজা নামের এক মেয়ের ৩ টা বিয়ে হয় লেবাননে পরে আরেকটা ছেলেকে পটিয়ে মিথ্যা বলে  বিয়ে বসে ছেলেটা আরো কিছু বাংলাদেশির সাথে একটি ফ্লাটে উঠে রুমনেয় পরে রুমের সবাই কাজে গেলে রুমের সবার ঘরের তালা ভেঙে টাকা গ্যাস সহ্য সব কিছু নিয়ে পালিয়েছে।

পরে কিছু লেবানিজরা দেখেছে বলেছে একাটা ছেলে নাকি তার সাথে ছিলো সেই ছেলের সাথে নিয়ে  চুরি করেছে রুমের সব যদি কেউ এই মেয়েটাকে রাস্তায় বা করো বাসায় দেখেন জানাবেন আর তাকে যে রাখবে তাকে সহ পুলিশে দেয়া হবে। 


মেয়ে টার নাম রোজা আল বস্তা আগে থাকতো সাইদ্দার টেরি এলাকা থেকে চুরি করে পালিয়েছে। 

এই সব মেয়েদের কারনে লেবাননের মাটিতে বাংলাদেশিরা আজ অপমানিত। 

Post a Comment

Previous Post Next Post