দেশে ফিরতে আউট পাশের অপেক্ষায় আকামা ছাড়া লেবানন প্রবাসীরা


জরুরি খবর : সামির খাঁন

এক বছর যাবত লেবাননের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে বাংলাদেশে টাকা পাঠাতে কেউই পারছে না এর প্রধান কারণ হলো ডলার সংকট কেউ নির্দিষ্টভাবে বলতে পারছেনা এই ডলার সংকট কবে শেষ হবে।

ইতিমধ্যে অনেকের বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে ঋণে জর্জরিত হয়ে গেছে কারণ দেশে টাকা পাঠাতে পারছে না আর কবে নাগাদ এ দেশের ডলার সংকট শেষ হবে আর দেশে টাকা পাঠাতে পারবে এই দুশ্চিন্তায় রাতে ঘুম আসেনা লেবানন প্রবাসীদের এমত অবস্থায় অনেকেই দেশে থাকতে চাচ্ছেনা অপেক্ষায় আছে আউট পাশের।

তাই দূতাবাসের কাছে তাদের দাবি তাড়াতাড়ি দূতাবাস আউট পাশটা চালু করুক কারণ তারা নিজেরাও দেখছে বর্তমানে লেবাননে ডলার কতটা সংকট। 

Post a Comment

Previous Post Next Post