চোখে দেখা দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে আজ লেবাননে থাকা প্রবাসীদের কপালে জুটলো মারধোর।


জরুরি খবর
চোখের সামনে দেখা একটি টিকেটের মূল্য ১৩ থেকে ১৪ শ' লিরা
সেখানে লেবানন প্রবাসীদের দেশে ফেরানোর জন্য দূতাবাস দাবি করেছে ৪০০ শত ডলার যা লেবানন লিরায় ৩৪ শত লিরা যেখানে মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন প্রবাসীদের সরকারি খরচে দেশে আনা হবে তাহলে কোন যুক্তিতে দূতাবাস প্রবাসীদের কাছে এমন জুলুম করে টাকা চাচ্ছে।

এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে দূতাবাস তাদের সাথে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয় তাই আজ 21 শে ডিসেম্বর তারা আন্দোলনের ডাক দেয় সেখানে দূতাবাসের উসকানিতে সাধারণ প্রবাসীদের উপর লাঠিচার্জ করে পুলিশ এটাই কি তাহলে তাদের অপরাধ দেশে ফিরে যেতে চাও প্রবাসীদের যেখানে সরকার বড় গলায় প্রত্যেক বছর বলে প্রবাসী রেমিটেন্স সবচাইতে বড় আজ  তাদের ওপরে লাঠিচার্জের হুকুম দিয়েছে এই লেবাননের বাংলাদেশ দূতাবাস।

অনেকদিন আগে থেকেই লেবাননের সচিব আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ সে নাকি প্রবাসীদের দুঃখ-কষ্ট প্রবাসীদের কোন বিপদে পড়ার কথা শুনতে চায় না অল্প একটু বলার সাথে সাথে তাকে বলে এই দিকে সিঁড়ি এদিকে লিফট বলে নিচে নামিয়ে দেয় পুলিশ দিয়ে তাহলে কি এদেশের সরকার তাদের এ জন্যই পাঠিয়েছে রাজা হয়ে বসে থাকার জন্য আর বেতন কি এর জন্যই দেয় প্রশ্ন লেবাননে থাকা সাধারণ প্রবাসীদের মনে।

আন্দোলনকারী প্রবাসীরা বলেন যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের আউটপাসের দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা সাফারি নাম দেবো না দরকার হলে আরো আন্দোলন হবে।

Post a Comment

Previous Post Next Post