লেবাননের লিরায় কাজের লোক পাচ্ছেনা মালিকরা। দেশে ফিরছে সব দেশের প্রবাসীরা

 


জরুরি খবর : সামির খাঁন


লেবাননের লিরাই কাজের লোক পাচ্ছেনা লেবাননের মার্কেট শপিং মল বাসাবাড়ি সব জায়গায় যে খানে ৭ লাক্ষ ৭৫ হাজার লিরা দিলে কাজের লকের অবাব ছিলনা সেই খানে ১২ লাক্ষ লিরাই ও কাজের লোক নেই লেবাননে বিপাবে পরেছে লেবাননের মালিকেরা।


অনেক  মার্কেট শপিং মল বাসাবাড়িতে কাজ করছে লেবানিজরা যে কাজ গুলো আগে বাংলাদেশি অন্নান দেশিরা করতো সেই কাজ গুলো এখন লেবানিজরা করতে সুরু করে দিয়েছে অনেক শপিং মল এবং হোটেল গুলতে মালিকরা নিজেরাই কাজ করছে।


এদিকে লেবানন এক বড় খাবার সংকটে পরতে চলেছে লেবাননে অনেক বড় সমস্যা হতে পারে খাবার বন্ধ হতেপারে এই দেশ থেকে অনদেশের লেনদেন ও। 

Post a Comment

Previous Post Next Post