জরুরি খবর
সবুজ শ্যামলের দেশ বাংলাদেশ। এ দেশে রয়েছে কত কত সৌন্দর্যের প্রতীক পাহাড় পর্বত,ঝর্না আরো কত কিছুই । পৃথিবীর মানুষকে মুগ্ধ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থিত পাহাড় পর্বত, ঝর্না ইত্যাদি কেরে নিয়েছে পৃথিবীর মানুষের মন। তাইতো সারা বছরই বাংলাদেশে দেখা যায় পর্যটনের ভির।
তেমনি নেত্রকোনার কলমাকান্দায়ও রয়েছে এরকম বেশ কয়েকটি দর্শনীয়, মনো মুগ্ধকর, ঐতিয্যবাহী স্থান।
পাতলাবন, লেঙ্গুরার সাত শহীদের মজার , তার মধ্যে একটি জায়গার নাম চন্দ্র ডিঙ্গা । নেত্রকোনা জেলার কলমাকান্দার পাঁচগাও অবস্থিত জায়গাটি । এই জায়গায় রয়েছে বেশ কিছু আদিবাসীদের বসবাস । কতইনা সুন্দর তাদের জীবন কাঠামো।
ইতিমধ্য জায়গাটি সারা দেশের মানুষের নজর কেড়ে নিয়েছে , মনোমুগ্ধকর জায়গাটি সারা দেশের মানুষের মনে গেথে আছে সুন্দরের প্রতীক হিসাবে ।
জায়গাটি দেখতে প্রতি মৌসুমে ভীর জমে জায়গাটিতে। এছাড়া সারা বছরই লোকজনের সমাগম রয়েছে স্থানটিতে।
কেউ বা পরিবার নিয়ে আসে ,কেউ বা আসে বন্ধ বান্ধব নিয়ে সময় কাটাতে।
জায়গাটিতে রয়েছে কয়েকটি ঝর্না ,যেখানে প্রায় সময়েই দেখা যায় পর্যটকরা গোসল করে তাদের মনের আনন্দে । দেখলেই অবাক হওয়ার মত স্থান । সবারই ভালোবাসা মিশে আছে জায়গাটিতে।
বর্তমানে সারাদেশের মানুষের কাছে একটি ভালোবাসার নাম কলমাকান্দার পাঁচগাও চন্দ্রডিঙ্গা ।
Tags
দেশের খবর