ফরিদপুর প্রতিনিধি :ফারহাদ হোসেন
ফরিদপুর শহরের বায়তুল আমানে সরকারি রাজেন্দ্র কলেজ ভবনে গত রাতে শীর্ষ লুটেরা দুর্বৃত্ত এপিএস ফুয়াদ ও জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি শামীমের অনুসারীরা তথ্যা হেলমেট বাহিনীর সদস্যরা এক গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেকোনো মূল্যে তারা ফরিদপুর দখলে রাখবেন এবং খোন্দকার মোশাররফকে আবার তারা ফরিদপুরের রাজনীতিতে ফিরিয়ে আনবেন। সে সময় বৈঠকে হাজির হয়েছিলেন, তাদেরকে ভুনা খিচুরি দিয়ে আপ্যায়িত করা হয়।
গতকাল রাতের এই আয়োজনে অর্থায়ন করেছেন এপিএস ফুয়াদের ভাই বিলনালিয়ার লুঙ্গি বাদল!