রংপুরে নিত্যপণ্যের দামের চালচিএ


জরুরি খবর
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী বলদিপুকুর কাঁচামাল হাটের নিত্যপণ্যের দামের চালচিএ। আজ বেলা ১০ টায় হাটে গিয়ে সরেজমিনে দেখা যায় কিছু কিছু পণ্যের বেহালদশা বিশেষকরে কাকরোল, বরবটি, কচুরবই আলু এগুলো কৃষকরা বাজারে আনতে যত খরচ তার থেকেও কমে বিক্রি করতে বাধ্য হচ্ছে।প্রতিকেজি কাকরোল বিক্রি হচ্ছে ৬ টাকা, বরবটি ৮ টাকা, বই আলু ৭ টাকা। অপরদিকে কাঁচামরিচ,  শাক, পেয়াজের দাম উদ্ধগতি হওয়ায় সাধারণ মানুষ কিনতে হিমশিম খাচ্ছে। এক কেজি কাচামরিচ ২৩০ টাকা, পেয়াজ ৫৫ টাকা,  পাট,ও লালশাক প্রতি আটি ১৫ টাকা। সরকারের কাছে সাধারণ জনগনের একটাই দাবি পণ্যের দাম সহনশীল পর্যায়ে যেন রাখে।এরজন্য নিয়মিত মনিটরিং টিম গঠন করা আবশ্যক বলে মনে করেন তারা।

Post a Comment

Previous Post Next Post