হরিরামপুরে অপহরণ মামলায় নারী গ্রেপ্তার

জরুরি খবর
হরিরামপুরের বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে এক গৃহবধূর স্বামীকে অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। 

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রাপুর গ্রামের এক গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে, একই গ্রামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আজ শুক্রবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে। 

গৃহবধূর অভিযোগপত্রে এবং মামলার এজহারসূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলে তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। কয়েকদিন খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ করা হয়।  

Post a Comment

Previous Post Next Post