জরুরি খবর:
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের গ্রেজ রিডার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো.ফারুক হোসেন বলেন, গতকাল শুক্রবার (২০ আগষ্ট) সকাল ৬ থেকে আজ শনিবার (২১ আগষ্ট) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।। তবে আজ সকাল ৬ থেকে বেলা ১২ টা পর্যন্ত ২ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে ৯ দশমকি ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা ধরা হয়ে থাকে। সে দিক থেকে এ পয়েন্টের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় আছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আগামী ২৪ ঘন্টায় যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়া জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।