জেলা ছাত্রলীগের নেতৃত্বে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালন



 “ কাঁদতে আসিনি,ফাঁসির দাবি নিয়ে এসেছি ”এই শ্লোগানে বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখা কর্তৃক নেত্রকোণা জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে ও পৌরসভার মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অদ্য সোমবার দুপুর ১২ঃ০০ টায় ঘন্টাব্যাপি মানববন্ধনে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব আহমেদ রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক কৌশিক রায়, মোশারফ হোসেন মোশাহিদ, সাংগঠনিক সম্পাদক তুহিন মণি, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ খান সহ অনেকেই।

উক্ত সময়ে বক্তরা বলেন- ১৫ই আগস্টে ইাতহাসের অবিসংবাদিত নেতা, বাঙালির জাতির মুক্তি ও স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশ নামক সার্বভৌম ভূখন্ডের ’পতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদগণের হত্যার বিচার ও ২০০৪ সালে ২১শে আগস্টে তৎকালীন বিরোধী দলীয় নেতা, বিশ্ব নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সূযোগ্য তনয়া, মানবতার জননী বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি কে হত্যার উদ্দেশ্যে অর্তকিত গ্রেনেড হামলা চালানো হয়েছিলো, ওই গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আইভী রহমান সহ আওয়ামীলীগ ও সকল সহযোগি এবং অঙ্গ-সংগঠনের বেশকয়েকজন নেতৃবৃন্দ নিহত হওয়ায়, কেন্দ্রীয় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান তারেক রহমান, সাবেক  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকল ষড়যন্ত্রকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তরা আরও বলেন- ১৫ই আগস্টের কালোরাত্রির পরিকল্পিত হত্যা কান্ডের পলাতক সেই খুনিদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর দেখতে চায় দেশবাসী।

Post a Comment

Previous Post Next Post