মোঃআবু তালেব,স্টাফ রিপোর্টার
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত আনোরমারী ডিগ্রী কলেজে সাস্থ্যবিধি মেনে চলছে ফরমপূরন কার্যক্রম।
আনোরমারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুল ইসলামক বলেনঃ আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমাদের কলেজের ফরমপূরনের বিষয়টি ছরিয়ে দিতেছি। তিনি আরো বলেনঃ
২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯ সালের ছাত্র-ছাত্রীরা ফরম পূরণ করতে পারবে।আরো উল্লেখ্য যারা এখন পর্যন্ত ফরমপূরন করে নাই তারা ৩১ -০৮-২০২১ তারিখ পর্যন্ত ফরমপূরন করতে পারবে।
এবং কারো সাথে লেনদেন করে কেউ বিপাকে পরলে কলেজ কর্তৃপক্ষকে কোন রকম দোশারপ করতে পারবে না।
Tags
দেশের খবর