কক্সবাজারের উখিয়া'য় নোঙরের উদ্যোগে সামাজিক বিনোদনমূলক কর্মসূচি সম্পন্ন"


জরুরি খবর:
কক্সবাজারের উখিয়া উপজেলায়  ৪ নং রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে জনসচেতনতা বৃদ্ধি ও  সামাজিক উন্নয়ন মূলক সংস্থা  নোঙরে'র উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সামাজিক বিনোদন মূলক অনুষ্টান সুসম্পন্ন হয়েছে।

২৩ আগষ্ট (সোমবার) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধানঅতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন৬ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আব্দুল হক।


প্রতিযোগিতার বিষয়ের মধ্যে ছিল বালিশ ছুড়া-ছুড়ি,হাড়ি ভাঙ্গা,মোরগ লড়াই, ছোটদের দৌড় ও কুইজ প্রতিযোগিতা। 


প্রধানঅতিথি  বলেন, বর্তমানে করোনাকালীন সময়ে সকলে ঘরে আবদ্ধ থাকতে থাকতে একগুয়েমি হয়ে গেছে। তাই  সকলের মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য  গ্রামের মানুষের বিনোদনের নিমিত্তে  নোঙর যে  উদ্যোগ গ্রহন করেছে তা  সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি এ রকম অনুষ্ঠান উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ডে  পর্যায়ক্রমে আয়োজন  করার জন্য নোঙর কতৃপক্ষকে অনুরোধ করেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন নোঙরের প্রকল্প ব্যবস্হাপক সালেহ আহমেদ মজুমদার, প্রকল্প কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেন, ফিজিওথেরাপিস্ট মোঃমাহাবুর রহমান, স্বেচ্ছাসেবী জোবায়দা আক্তার ,জায়েদা আক্তার ,পারভীন আক্তার , ফারজানা আক্তার ও পাভেল কান্তি নাথ ।


অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্হাপক বলেন, নোঙরের বিনোদনমূলক অনুষ্ঠানের উদ্দেশ্য হলো শারীরিক ও মানসিক উন্নতির পাশাপাশি কমিউনিটি থেকে বাল্য বিয়ে,নারী নির্যাতন, যৌন হয়রানি, মাদক ইত্যাদি বিষয়গুলোর কুফল  সম্পর্কে মানুষকে সচেতন করা ও প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার জন্য উৎসাহিত করা। 


অনুষ্ঠানে ৬ নং ওয়ার্ডের গোলাপ কমিউনিটি প্রটেকশন গ্রুপের সদস্যরা ছাড়াও গ্রামের আরো অনেক  লোকজন অংশগ্রহণ করেন।

Post a Comment

Previous Post Next Post