জামিল আহমেদ শাকিল প্রতিনিধি তাড়াশ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের তাড়াশে ছয় বন্ধু মিলে মধ্য রাতে বাইক প্রতিযোগীতা করতে গিয়ে মোটর বাইক দূর্ঘটনায় কলেজ ছাত্রের পা বিচ্ছিন্ন হয়ে খালে পড়ে গিয়েছে। পা হারানো তুষার (২০) সিরাজগঞ্জ সরকারী বি এ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামের ভুট্ট হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পেঙ্গুয়ারী বাজার সংলগ্ন রাস্তায়।
বিষয়টি তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত মোটর বাইকটি উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে,(২৭ আগস্ট) শুক্রবার সিরাজগঞ্জ বি এ কলেজের সম্মান শ্রেণীর ছাত্র উল্লাপাড়া উপজেলার সরাতৈল গ্রামের শরিফুল ইসলাম তালুকদারের ছেলে বায়জিদ হোসেন ও তার চার বন্ধু মিলে দু’টি বাইকে করে উল্লাপাড়া থেকে তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামের অপর আরেক বন্ধু নুরুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন।
পরে নূরুল ইসলামকে সাথে করে বিনসাড়া গ্রামের আরেক বন্ধু তুষারকে নিয়ে তারা তিন জন করে মোট ছয়জন দুইটি বাইকে চেপে সারা দিন এলাকায় ঘোরা-ঘুরি করেন।
পরবর্তিতে তারা রাত ১২ টার দিকে বন্ধু নুুরুল ইসলামের বাড়িতে রাতের খাবার খেয়ে ঠান্ডা খাওয়ার জন্য স্থানীয় বিনসাড়া বাজারে আসেন। সে বাজারে দোকান বন্ধ থাকায় তারা ঠান্ডা খাওয়ার জন্য বিনসাড়া বাজার থেকে দুই কিলোমিটার উত্তরে ধোপাগাড়ী বাজারে ঠান্ডা কেনার উদ্দেশ্যে তারা রওনা দেন। এ সময় তারা কে কত দ্রত বাইক চালিয়ে ধোপাগাড়ী বাজারে পৌছাতে পারে তার প্রতিযোগীতা শুরু করেন। আর এভাবে বেপরোয়া বাইক চালিয়ে যাওয়ার সময় বায়জিদের বাইকে থাকা তুষার নূরুল ইসলাম সহ মোটর বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে পেঁঙ্গুয়ারী গ্রামের পার্শ্ব রাস্তার ব্রিজ এলাকার পাশে থাকা একটি তাল গাছের সাথে স্ব-জোরে ধাক্কা লাগে।
এ সময় বাইকে থাকা তিন বন্ধুই পাশের খালে পড়ে যায় এবং তারা গুরুত্বর আহত হওয়ার পাশা-পাশি তুষারের বাম পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। তাৎক্ষনিত তাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। এদিকে আজ শনিবার দুপুরে তুষারের স্বজনরা দূর্ঘটনা স্থলের খাল থেকে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে তুষারের বিছিন্ন হওয়া বাম পা উদ্ধার করেন। এদিকে বগুড়া শজিমেক হাসপাতালে তুষারের অবস্থার আরো অবনতি হলে বিছিন্ন পা সহ মূমুর্ষ অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
Tags
দেশের খবর