জিয়াউর রহমানের মৃত্যু ও কবর নিয়ে আবারো বিতর্কে জড়ানো আওয়ামী লীগ ও বিএনপি


মোঃ আল-আমিন ঢাকা জেলা প্রতিনিধি

জিয়াউর রহমানের মৃত্যু ও কবর নিয়ে আবারো বিতর্কে জড়ানো আওয়ামী লীগ ও বিএনপি কফিনে জিয়াউর রহমানের মরদেহ ছিল না বলে মন্তব্য করেছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।
চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর নেই -মুক্তিযুদ্ধমন্ত্রী
এর আগেও কয়েকবার রাজনৈতিক বিতর্ক হয়েছিল চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর নেই বলে।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনার অনুষ্ঠিত হয়।

হাজার হাজার লোক জানাযা পড়া আর কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা-না-থাকা কি এক কথা? মানুষতো নিহত প্রেসিডেন্টের জন্য জানাজা পড়েছে সেই কফিনে যে প্রেসিডেন্ট নেই, লাশ নেই সেটা তো মানুষ জানে না লাশ নিয়ে বিতর্ক করতে চাই না কিন্তু এটাই সত্য --ওবায়দুল কাদের

রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা জবাবে বলেন, জিয়াউর রহমানের কবর দাফন হয়েছে এবং লক্ষ লক্ষ লোক জিয়াউর রহমানের জানাজায় শরিক হয়েছে। তৎকালীন সেনা অধিনায়ক এরশাদ সাহেবনিজে তার বডি ক্যারি করেছেন এর চেয়ে সত্য আর কিছু হতে পারে না।

Post a Comment

Previous Post Next Post