মোঃ আল আমিন ঢাকা প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ী থানার আওতাধীন মিরহাজিরবাগ এলাকার একটি বাসা থেকে মা ও তার শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩০ তারিখ (সোমবার) রাতে লাশ দুইটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। সেই বাসা থেকে হাতুড়ি ও বালিশ উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ড বলে পুলিশ সন্দেহ করছে।
পুলিশ বলছে, রাত ১১টায় মীরহাজীরবাগের ১৯২ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে এই দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহত মায়ের নাম রোমা আক্তার ও শিশুটির নাম মো: রিশাদ। রোমা আক্তার এর বয়স ২৭ বছর। এ ঘটনার পর থেকে রোমা আক্তার এর স্বামী আব্দুল অহিদ পলাতক।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে অহিদ স্ত্রী ও সন্তানকে হত্যার পর পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
Tags
অপরাধ