না ফেরার দেশে চলে গেলেন রাজু আক্তার, অনুদান নিয়ে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার

জরুরি খবর:
আলোচিত প্রতিবন্ধী রাজু আক্তার আর নেই। 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়ার দুগিয়া গ্রামের জব্বার আলীর প্রতিবন্ধী স্ত্রী রাজু আক্তার ইন্তেকাল ফরমাইয়াছেন।

জব্বার আলী  ও উনার এই প্রতিবন্ধী স্ত্রী অনেক দিন যাবত একটি ঘরের জন্য কষ্ট করছিলেন। 

জেলা ও উপজেলা প্রশাসন থেকে উনাদের জন্য একটি ঘরের ব্যবস্থা করেছেন। মৃত্যুর সংবাদ শুনে জব্বার আলীর বাড়িতে আর্থিক সহযোগিতা নিয়ে ছুটে এসেছেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার । 

জব্বার আলী তার নতুন ঘরের জমির দলিল করতে নেত্রকোণা গেছিলেন। ঘরের জমির দলিল নিয়ে বাড়ি ফিরে উনার স্ত্রীকে আর জীবিত পাননি। নতুন ঘর উনি দেখে যেতে পারলেন না।তিনি দুনিয়াতে অনেক কষ্ট করে গেছেন। তাই এলাকাবাসির প্রার্থনা আল্লাহ তায়ালা যেন জব্বার আলীর প্রতিবন্ধী স্ত্রীকে জান্নাতবাসী করেন।

Post a Comment

Previous Post Next Post