মোঃআবু তালেব, স্টাফ রিপোর্টার
রংপুর জেলা, ইসলামবাগ, আর কে রোড, বাসা নং-৩৭ রোড নং- ০২, রংপুর।
জয়তুন হসপিটালের চেয়ারম্যান ও পরিচাললক মোঃ আনিচুর রহমান (আনিচ)
বলেন । আমাদের এটি একটি অত্যাধুনিক ও বিশেষায়িত
চিকিৎসাসেবা প্রতিষ্টান।
হাসপাতালের প্রধানকে জিঙ্গাসা করলে তিনি বলেনঃ
আমার হাসপাতালের বৈশিষ্ট্যসমুহ ।।
১: শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক অপারেশন থিয়েটার।
২: স্বাস্হ্যন্মত নিরিবিলি পরিষ্কার পরিছন্ন পরিবেশ।
৩: জেনারেল কেবিন ও জেনারেল ওয়ার্ড।
৪: কনসালটেশন সেন্টরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা।
৫: মহিলা ডাক্তার দ্বারা কম খরচে নরমাল ডেলিভারির ব্যবস্থা ।
৬: অক্সিজেন ও সাকশন ব্যবস্হা এবং নেবুনাইজার এর ব্যবস্হা।
৭: ২৪ ঘণ্টা এ্যাম্বুলেন্স সুবিধা ও নিজস্ব মেডিসিন সেন্টার ।
৮-: ডায়াগনস্টি্ক সেন্টারে ডিজিটাল এক্স - রে, কালার আল্ট্রাসনোগ্রাম সহ সকল প্রকার প্যাথলজি পরীক্ষার সু-ব্যবস্হা।
৯: পার্থরর , পাইলস ও পায়ু পথ , থাইরয়েড সার্জারী , ব্রেস্ট সার্জারী, র্শিশু সার্জারী, সার্জারী, জেনারেল সার্জারী, গাইনী, নাক- কান-গলা সহ সব ধরনের অপারেশন ও চিকিৎসার সুব্যবস্থা।
যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ01735579226( চেয়ারম্যান জয়তুন হসপিটাল)
Tags
দেশের খবর