জরুরি খবর
নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল জব্বার। তার বয়স ৭০ বছর। বয়সে নোয়ে পরা আব্দুল জব্বারের দিন কেটেছিল জঙ্গলের ঝুপড়িতে।
আব্দুল জব্বার ৯ সন্তানের জনক। কিন্তু ছিলোনা তাদের মাথার উপরে ছায়া।
"দৈনিক যুগান্তর" পত্রিকায় তার দুরবস্থার কথা প্রকশিত হওয়ার সাথে সাথেই তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করেন নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজি মোঃ আবদুর রহমান।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর প্রতিশ্রুত আশ্রয়নের লাল-সবুজের ঘরে মিলছে এখন তাদের মাথা গোঁজার ঠাঁই।সাথে পেয়েছেন তারা চিকিৎসা সহায়তাও।
আব্দল জব্বারের বয়সের কথা চিন্তা করে কর্মসংস্থানের জন্য তাদেরকে একটি দোকানও করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসন নেত্রকোণা ।
এভাবেই প্রতিটি মানুষের মুখে ফুটে উঠেছে শান্তির হাসি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার দাবি এলাকাবাসীর।