মোছাঃ ববি আক্তার কাজিপুর (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নে গত কয়েক দিন ধরে বৃষ্টি ওবন্যার পানি বেড়েই চলছে।ফলে নদীনালা খাল-বিলের পানি বৃদ্ধি পাওযায় চলতি রোপা আপন মৌসুমে রোপনকৃত রোপা ধান পানিতে ডুবে যাওয়ায় কৃষকের সপ্ন দুঃসপ্নে পরিনিত হচ্ছে।
ইরি বোরো ধান চাষে কৃষকরা লাভবান হওয়ায় রোপা মৌসুমে সুযোগ বুঝে তারা আমন ধান ও বেশি পরিমানে লাগায়।চারার দাম বেশি হলেও চাষ যোগ্য জমি ফেলে রাখেনি তারা।
চোখের সামনে ডুবে যাচ্ছে বিঘা থেকে বিঘা জমির ধান।ফলে কৃষকের কপালে চিন্তার ভাজ।
কৃষকেরা মনে করেন যদি আবহওয়া ও ঠিক ও বন্যার পানি কমে যায় তাহলে ডুবিয়ে যাওয়া ধানের কোনো খতি হবে না।
তবে পানি কমবে এরকম কোনো কারন দেখা যাচ্ছে না।এলাকার কৃষকরা জানায় বন্যার কারনে প্রচুর খতি হচ্ছে তাদের।তারা আর ও জানায় বেশি খতি হচ্ছে গরিব কষকদের।এদিকে কাজিপুর উপজেলার কিছু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।
Tags
দেশের খবর