যমুনার পানি বাড়াতে ভাঙ্গনের মুখে পড়েছে সানবান্দা


কাজিপুর (সিরাজগঞ্জ) মোছা : ববি আক্তার
কাজিপুর উপজেলার সানবান্দা গ্রামে যমুনা নদী ভাঙ্গনের ফলে নদী গর্ভে বিলিন হচ্ছে অসংখ্য বাড়িঘর। প্রায় পাঁচ মিনিট ভাঙ্গনের ফলে অসংখ্য ফসলের জমি নদী গর্ভে বিলিন হচ্ছে।

নদী ভাঙ্গনের ফলে বাড়ি -ঘর টেনে সারতে পারছে না লোকজন। অন্য দিকে আবার যমুনা নদীর পানি বেড়েই চলেছে যার কারণে অনেক ফসলের জমি ডুবে গেছে।ব্যাপক পরিমান খতি হচ্ছে ফসলের। তাই চাষিরা মনে করেন যে যদি যমুনা নদীর পানি এভাবে বাড়তে থাকে তাহলে আগামী বছরের মতো আশা সরূপ ফসল পাচ্ছে না তারা। চাষিরা আরো  বলছেন একদিকে যেমন খতি করছে বন্যা আর অন্যদিকে নদী ভাঙ্গন।আর তারা এটাও মনে করেন যে এই নদী ভাঙ্গনের মূল কারণ হচ্ছে নদী থেকে প্রচুর পরিমানে বালি তোলা।

 প্রশাসনের আগে থেকে নজর দেয়া দরকার ছিল এই বেপারে বলে মনে করেন ইস্তানিয় কৃষকেরা। 

Post a Comment

Previous Post Next Post