জরুরি খবর :
পদ্মা-যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের হরিরামপুর, দৌলতপুর ও শিবালয়ের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জের যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, পানি বৃদ্ধির কারণে হরিরামপুরের রামকৃষ্ণপুর, বয়রা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া কয়েকটি এলাকায় পানির স্রোতে কাচা রাস্তা ধসে গেছে।
দৌলতপুর ও শিবালয় উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, যমুনার পানি বাড়ার কারণে দুটি উপজেলার চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে।