জরুরি খবর:
মোঃ শরিফ হোসেন (২৫) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। নিহত অটো চালক শরিফ সিংগাইর পৌর এলাকার পশ্চিম (পুকুর) পাড়া মহল্লার মৃত শহিদের পুত্র ও এক সন্তানের জনক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে শরিফ অটো নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সে আর বাড়ি ফিরেনি। পরিবারের থেকে অনেক খোঁজাখুজির করার পর তাকে না পাওয়ায় পরের দিন থানায় লিখিত অভিযোগ করা হয়।
গত মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন আজিমপুর এলাকায় হানিফ এন্টারপ্রাইজের ভিটায় শরিফের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এলাকাবাসির ধারণা, শরিফকে খুন করে তার অটো গাড়িটি ছিনতাই করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের পরনের লুঙ্গিটি লাশের গলায় পেঁচানো ছিল। লাশের কাছ থেকে এক জোড়া স্যান্ডেল জুতা উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
অটো চালক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি হানিফ এন্টার প্রাইজের ভিটার কাছে নিহত শরিফের অটো-গাড়িটি দু’দিন আগে তারা দেখেছেন। সেই সূত্রে আশপাশে খোঁজাখুজির পর ওই ভিটার জঙ্গলের ভিতরে লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের কয়েকটি টিম তৎপর রয়েছে।
উল্লেখ্য,কিছুদিন আগেও ফোর্টনগরে এক আটোচালকের গলা কেটে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটে।তবে পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে অটো এবং ছিনতাইকারীরা গ্রেফতার হয়।