মো ইমরুল হাসান রংপুর জেলা প্রতিনিধি:
মিঠাপুকুরে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ (২৬ আগস্ট) বৃহস্পতিবার সকালে মিঠাপুকুর ভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমাতুজ জোহরা।
বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি
ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান রেহেনা আশিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান মঞ্জু,সহকারী কমিশনার ভূমি মাহমুদ হাসান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন, উপজেলা মহিলালীগের যুগ্ন-আহ্বায়ক রেহেনা বেগম, উপকারভোগী হেলেনা বেগম।
Tags
দেশের খবর