সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,সফিকুল ইসলাম মোল্লা, নাম এখন সাধারন মানুষের মুখে মুখে


জরুরি খবর : সিংগাইর (মানিকগঞ্জ)

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,সফিকুল ইসলাম মোল্লা তার নাম এখন সিংগাইর থানার মানুষের মুখে মুখে তিনি থানায় আসার পরে থেকে কমেছে সাধারন মানুষ আর পুলিশের দ্ররুত্তা এতে করে মানুষ পুলিশের কাছে থেকে  সহজে নিতে পারছে সাহ্যয় সহ্যায়তা।

সফিকুল ইসলাম মোল্লা নজর থেকে  বাত জায়নি সিংগাইরের  সড়ক ও
 তিনি নিয়েছেন সড়ক কে দুর্ঘটনা মুক্ত কারার পরিকল্পনাও যাতে সিংগাইর সড়কে দুর্ঘটনায় পান হারাতে না হয় কোন মায়ের ছেলেকে। তাই সব  মোটরসাইকেল আরোহিদের জন্য বাধ্যতামূলক হেলমেট রাখাটা নিশ্চত করতে কাজ করছেন তিনি এতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমবে।  তাই এই হেলমেট বেপারটাকে তিনি নিজের এই কাজ করছে।

এছারা ও সিংগাইর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা,সফিকুল ইসলাম মোল্লা আসার পরে চোর, ডাকাত,পরিকল্পনা করার আগেই দরে ফেলছে গাজা খোর গাজা ব্যাবসাহিরা এখন জেলে খাটছে মদ ব্যাবসা নাই বলেই চলে সব কাজেয় তার হাতের ছোঁয়া করোনার এম বয়াবহ সময় ও মানুষ কে দিয়েছে সাহোষ কি করে ভাল থাকা যায় তার পরামর্শ তার ভাল কাজের লিস্ট অনেক যা লিখে শেষ হবেনা তাই মানিকগঞ্জের সিংগাইরের মানুষের মুখে মুখে তার নাম। 

Post a Comment

Previous Post Next Post