রংপুরে জামায়াতের থানা আমিরসহ আটক ১০



 মো: ইমরুল হাসান, রংপুর জেলা প্রতিনিধিঃ


শোকের মাসে নাশকতার পরিকল্পনা করাসহ রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে জামায়াতের মহানগর কোতয়ালী থানা আমিরসহ দশ সক্রিয় সদস্যকে আটক করেছে রংপুর মহানগর কোতোয়ালী থানা পুলিশ।

নগরীর কোতোয়ালী থানাধীন দক্ষিণ বাবুখা এলাকায় লোকমান হোসেনের বাসা থেকে বৈঠক চলাকালে তাদেরকে আটক করা হয়।


বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯ টায় জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।

পুলিশ জানায়, বুধবার (২৫ আগস্ট) সকালে শোকাবহ আগস্ট মাসে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি সম্পদ ও স্থাপনার ক্ষতি সাধনের অভিপ্রায়ে বৈঠক চলাকালে কোতয়ালী থানাধীন ২২নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাবুখাঁ এলাকায় আসামী লোকমান হোসেনের টিনশেড বিল্ডিংয়ের পশ্চিম ভিটার পশ্চিম-দক্ষিণ কোণের কক্ষে সমবেত হওয়ার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জামায়াতের ১০ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জামায়াতের মহানগর কোতয়ালী থানা আমির মো. ফরহাদ হোসেন মন্ডল (৩৮), সেক্রেটারি মো. শাহানত মিয়া (৪৫), কর্মপরিষদ সদস্য লোকমান আলী (৬৫), মশিউর রহমান (৪০), আব্দুল মালেক (৩০), মিজানুর রহমান (৩৮), মাহমুদুর রহমান (৬০), ওয়ায়দুর রহমান (৪০), শরিফুল ইসলাম (৩৬) ও জাহাঙ্গীর আলম (৫০)।


১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারায় আটকৃতদের বিরুদ্ধে মহানগর কোতয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যার মামলা নং ৫৩

Post a Comment

Previous Post Next Post