আইপিএলে খেলার যে সুবিধা দেখছেন মুস্তাফিজ


 মোঃআবু তালেব, স্টাফ রিপোর্টার
  মুস্তাফিজুর রহমান বলেন, “আমার মনে হয় যে, আইপিএলে খেলাটা আন্তর্জাতিক মঞ্চে ভালো করতে অনেকটাই সাহায্য করে। কারণ আপনি সেখানে সব সেরা ক্রিকেটারদের সাথে খেলেন, তাই আপনি যদি 
                              
 আইপিএলে ভালো করেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটও অনেক সহজ হয়ে যায়।   বিশ্বকাপের আগে আইপিএলে ভালো করতে পারলে বিশ্বকাপে তা আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করেন মুস্তাফিজ, “বিশ্বের সেরা খেলোয়াড়রা আইপিএলে লড়াই করে। সেখানে যদি সফল হন, তাহলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে। আমি নিশ্চিত, এবার যদি আইপিএলে ভালো করতে পারি, তাহলে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে খেলতে পারবো।     


আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান, স্থগিত হওয়া প্রথম পর্বে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন বাঁহাতি এই কাটার মাস্টার। দ্বিতীয় পর্বেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপেও দুর্দান্ত ফিজকেই পাবে বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post