জরুরি খবর :
কুষ্টিয়ায় পদ্মার পানিতে ১৮ গ্রাম প্লাবিত।
২৭ হাজার মানুষ পানি বন্দি।
গত ১২/১৪ দিন ধরে বেড়েই চলেছে পদ্মার পানি।
পানি বৃদ্ধি পাওয়ায় বিলীন হচ্ছে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কাজিপাড়া, কৈগাড়ীপাড়া, মোল্লাপাড়া, মালিথাপাড়া, গোসাইপাড়া, মাধবপুর, ইসলামপুরসহ কয়েকটি গ্রামের ঘরবাড়ী ও ফসলী জমি।
সরেজমিনে গিয়ে দেখাযায় ক্ষতিগ্রস্থ মানুষের
আর্তনাদ, বাড়ীঘর হারিয়ে তারা আশ্রয় নিয়েছে
পদ্মাপাড়ের খোলা আকাশের নীচ।